সাজেদুলসহ আটক শ্রমিকদের মুক্তির দাবি টিইউসির
গার্মেন্ট শ্রমিক টিইউসির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেলসহ আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক জয়নাল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, মিরপুরের আইডিয়াস কারখানার শ্রমিকরা বেশকিছু দিন ধরে ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছে।
তাদের দাবিগুলো হচ্ছে- মাতৃত্বকালীন ছুটির পাওনা আইনমতো পরিশোধ, ৫০০ টাকা হাজিরা বোনাস প্রদান, অর্জিত ছুটির টাকা জানুয়ারি মাসে পরিশোধ, টার্গেটের নামে ফাও খাটানো বন্ধ, টিফিনের টাকা প্রদান। শ্রমিকদের এসব আইনানুগ দাবি বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ না থাকায় গতকাল তারা কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১০টায় সেনপাড়ার বাসা থেকে সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলকে আটক করা হয়। এর আগে বিকেল থেকেই শ্রমিকদের ওপর ধরপাকড় চলে এবং তাদের আটক করা হয়।
শ্রমিকদের অত্যন্ত সামান্য ও আইনানুগ দাবি মেনে না নিয়ে মামলা ও ধরপাকড় অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন নেতারা। তারা বলেন, শক্তি দিয়ে শ্রমিকদের দাবি দমন করা কখনই সংকট সমাধানের পথ হতে পারে না।
অবিলম্বে আটক সব শ্রমিকদের মুক্তি এবং আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সংকট নিরসন করতে সরকারের প্রতি দাবি জানান তারা। একইসঙ্গে দাবি আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শক্তিশালী করতে সব শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।
এএইচআর/এমএইচএস