বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, জাতির পিতার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্মারক স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জাতির পিতার শৈশব, কৈশোর, ছাত্রজীবন ও রাজনৈতিক জীবনের স্মৃতিবাহী যেকোনো ধরনের স্থিরচিত্র, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, সংবাদচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অডিও-ভিডিওচিত্র, বিরল স্থিরচিত্র সংবলিত পুস্তক/ম্যাগাজিন/পত্রিকা/অ্যালবাম, মুক্তিযুদ্ধভিত্তিক যেকোনো ধরনের অডিও-ভিডিও চিত্রের মূলকপি বা অনুলিপির হার্ডকপি/সফটকপি পাঠানো যাবে।

এসব আগামী ২৬ মার্চের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের কাছে (এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭) বা সরাসরি বা bfarchivebd@gmail.com/dg@bfa.gov.bd ই-মেইলে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে ফোন-০২-৫৮১৫৭৯৮৪, মোবাইল-০১৭৬৬৫৬৩২০, ০১৫৫২৬৪২৮২৮ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এসএইচআর/ওএফ