পাবনা সদরের হেমায়েতপুর এলাকায় তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাদের। 

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. মতিউর রহমান (২৬), মো. শাকিল আহমেদ (২৪) ও সাইদ (৩২)।

দগ্ধরা জানিয়েছেন, তাদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সোয়া ৭টায় পাবনা থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, দগ্ধ মো. মতিউর রহমানের শরীরের ৫২ শতাংশ, মো. শাকিল আহমেদের ৪৬ শতাংশ  ও সাইদের শরীরের ৫৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ মতিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি নর্থ বেঙ্গল পেট্রোল পাম্পের কর্মচারী। সকালে একটি ট্রাকে তেল দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আমিসহ ওই ট্রাকের দুইজন দগ্ধ হই। 

তিনি আরও বলেন, কীভাবে এই বিস্ফোরণ হলো কিছুই বুঝে উঠতে পারিনি। মুহূর্তেই গায়ে আগুন লেগে গেল। 

এসএএ/এইচকে