বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা

গণপরিবহনে হাফ পাস চালু নিয়ে গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এবার শিক্ষার্থীরা অবস্থান নিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে। 

হাফ পাস নিয়ে যখন বৃহস্পতিবার বিকেলে বিআরটিএ ভবনে অংশীজনদের নিয়ে সভা চলছে, ঠিক তখনই শিক্ষার্থীরা তাদের দাবি জানাতে জড়ো হন। তারা লাল-সবুজ পতাকা সঙ্গে নিয়ে, ব্যানারে দাবি লিখে বিআরটিএ ভবনের প্রবেশপথে বসে পড়েন এবং স্লোগান দেন। 

শিক্ষার্থীদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক ঢাকা পোস্টকে বলেন, আমরা জানতে পেরেছি, বাসে শিক্ষার্থীদের হাফ পাস চালুর বিষয়ে এখানে সভা হবে। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে বাসে হাফ পাস চালুর দাবিটি অন্যতম ছিল। আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, তেজগাঁও কলেজ, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি, সরকারি বিজ্ঞান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। এ সময় তারা নটর ডেম কলেজ শিক্ষার্থী হত্যার বিচারও দাবি করেন।

বিকেল সাড়ে তিনটার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। 

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

পিএসডি/আরএইচ