স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় দুইজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, চালকদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে। দুদিনে দুজনের প্রাণ গেল- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘ঘটনাগুলো খুব দুঃখজনক ও বেদনাদায়ক। আমি ব্যক্তিগতভাবে কথা বলব। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য এবং যে চালকরা আছেন তাদের ফিটনেস যাচাইয়ের জন্য আমি নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যে ঘটনার রেফারেন্স দিচ্ছেন এটা অত্যন্ত বেদনাদায়ক। এরকম মৃত্যুর ঘটনা যার কারণে ঘটেছে, তাকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে রাষ্ট্র ব্যবস্থা নেবে।’

এসএইচআর/এমএইচএস