ইনসেটে সংসদ সদস্য মোতাহার হোসেন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় দেশের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলকে এনে খেলার ব্যবস্থা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট ১ আসনের বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন। 

সংসদে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু বেহুদা লোক আছে। আমি তাদের বেহুদাই বলব। স্বাধীনতার ৫০ বছর পালন হচ্ছে, আর পাকিস্তান দলকে এনেছে এখানে ক্রিকেট খেলতে! এগুলো দেখতে হবে।’

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

মোতাহার হোসেন বলেন, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের যে দেশ পছন্দ, সেখানে পাঠিয়ে দিন।’

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হচ্ছে না। দেখা না হোক, ফোনে কথা তো বলতে পারি!’  

এইউএ/আরএইচ/