হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের রাস্তায় নবজাতককে পাওয়া যায়

রাজধানীর ওয়ারীর নাভানা টাওয়ারের পাশের রাস্তা থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক মারা গেছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আনুমানিক একদিনের নবজাতককে উদ্ধার করে নিয়ে আসা ঝিনুক রবিদাস ঢাকা পোস্টকে বলেন, গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের রাস্তায় নবজাতককে পড়ে থাকতে দেখি। পরে আমি ও আমার স্বামী তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। আজ সকাল পৌনে ৮টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত নাম-পরিচয়ের নবজাতককে এক দম্পতি রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করে। আজ সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এছাড়া স্থানীয়দের কাছ থেকে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি নবজাতককে কেউ ফেলে যেতে দেখেছেন কিনা।

এসএএ/ওএফ