ডিএসসিএসসি থেকে গ্র্যাজুয়েশন করাদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২০-২১ সালের গ্রাজুয়েশন সার্টিফিকেট অর্জন করলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দেশের ২২৫ কর্মকর্তা। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছেন ১৮২ জন। বাকিরা বিভিন্ন দেশে থেকে অতিথি হিসেবে এ কোর্সের অংশ নেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর সেনানিবাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সে তাদের হাতে এ সনদ তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন। পরে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী গ্রাজুয়েটদের অভিনন্দন জানান।

করোনা মহামারির কারণে এ বছর ডিএসসিএসসি ২০২০-২১ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি সংখ্যা সীমিত রাখা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সশস্ত্র বাহিনীর গ্র্যাজুয়েটরে উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোর্সে অংশগ্রহণকারী অফিসার তাদের অর্জিত জ্ঞান, ইচ্ছা শক্তি এবং উৎসাহ নিয়ে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, স্বাবলম্বী এবং সর্বোপরি বিশ্বের বুকে গৌরবময় অবস্থানে অধিষ্ঠিত করবে বলে আমি প্রত্যাশা করি।

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে উদ্ভাবনী প্রক্রিয়া এবং স্বল্প বাজেটে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই ইন্টারনেটভিত্তিক সুরক্ষিত ই-লার্নিং সলিউশন আয়োজনের মাধ্যমে কোর্স কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী কমান্ড্যান্ট এবং ডিএসসিএসসি’র সকল সদস্যদের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০- ২০২১ বাংলাদেশের ইতিহাসের দুটি বিশেষ বছর। ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশ সবসময়ই আঞ্চলিক তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে সব দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কোন্নয়নে যত্নশীল। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ তার সীমিত সম্পদ নিয়ে বিপন্ন মানবতার দিকে হাত বাড়িয়ে দিয়েছে।

ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন স্বাগত বক্তব্যে ডিএসসিএসসি’র সকল কার্যক্রমে প্রধানমন্ত্রীর পূর্বের ন্যায় পৃষ্ঠপোষকতা, দিকনির্দেশনা ও বিশেষ মনোযোগ প্রত্যাশা করায় তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ বছর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১২৭ জন, নৌবাহিনীর ৩২, বিমানবাহিনীর ২৩ অফিসার এবং ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শ্রীলঙ্কা, তানজানিয়া এবং উগান্ডা থেকে আসা ৪৩ অফিসারসহ সর্বমোট ২২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শুরু থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৪৩৫ জন বাংলাদেশি সশস্ত্র বাহিনীর ও পাঁচ জন পুলিশ অফিসার এবং ৪৩টি বন্ধুপ্রতিম দেশের মোট এক হাজার ২০৮ জন বিদেশি অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

এনএম/এফআর