নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আগ্রহপত্র সই ক‌রে‌ছে বাংলাদেশ ও গ্রিস।

সোমবার এথেন্সে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়কমন্ত্রী নোটিস মিতারাকি নিজ নিজ দে‌শের প‌ক্ষে আগ্রহপত্রে সই করেন। 

প্রবাসীকল‌্যাণ মন্ত্রণালয় জানায়, গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসনের বিপক্ষে স্ব স্ব অবস্থান তুলে ধরেন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী ব‌লেন, গ্রিসের স‌ঙ্গে বাংলা‌দে‌শের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে। এতে দুদেশই উপকৃত হবে।

গ্রিসে বৈধ পথে বাংলাদেশ থেকে শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই‌য়ের গুরুত্ব তু‌লে ধ‌রেন মন্ত্রী ইমরান।

গ্রিক অভিবাসনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং বৈধ পথে কর্মী আনার বিষয়সহ প্রবাসী কল্যাণমন্ত্রীর উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখার কথা বলেন। নিয়মিত শ্রম অভিবাসন জোরদার করতে গ্রিস শিগ‌গিরই বাংলাদেশের স‌ঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলেও জানান গ্রিক মন্ত্রী।

সভায় প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআই/আরএইচ