নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনসহ একটি সংসদীয় আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের কিছু নির্বাচনের বিষয়ে বৈঠকে বসছে ইসি। আজকের বৈঠক থেকেই নারায়ণগঞ্জ সিটি ভোটের তফসিল ঘোষণা হতে পারে।

ইসি সংশ্লিষ্টরা বলেন, মঙ্গলবার কমিশনের ৯১তম সভা আহ্বান করা হয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এছাড়া সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব, ইসির অতিরিক্ত সচিব ও এনআইডি মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। সভার আলোচ্য সূচিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি ভোটের তারিখসহ কীভাবে ভোট করা হবে, সে বিষয়ে ইসির ৯১তম কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি আরও জানায়, আজ আলোচ্যসূচিতে নারায়ণগঞ্জ সিটি ভোট ছাড়াও একাদশ জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসনের নির্বাচন, পৌরসভা সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

এসআর/এসএসএইচ