দেশের ভাবমূর্তি উন্নয়নে ক্রীড়াবিদদের ভূমিকা অপরিসীম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দক্ষ ক্রীড়াবিদরা একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে তারা অপরিসীম ভূমিকা পালন করেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকায় আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু পঞ্চম আন্তঃ সার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। ক্রিকেট, ফুটবল ছাড়াও অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। সাউথ এশিয়ান গেমসে পরপর তিনবার স্বর্ণপদক জয় তারই প্রমাণ।
এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ক্রীড়াবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদের (অব.) সভাপতিত্বে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম (অব.) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসএইচআর/এসকেডি