রাজধানীর মোহাম্মদপুরে আল্লাহ করিম মার্কেটের সামনে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী আরজু বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় ডিএনসিসির গাড়ির চালক রতনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

তিনি বলেন, আজ সকালে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি একটি বাসকে ধাক্কা দেয়। তখন বাস থেকে এক বৃদ্ধা নামছিলেন। নামার সময় তিনি কোমরে ব্যথা পেয়েছেন। ময়লার গাড়িটি খালি ছিল। গাড়ির চালক রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, ২৬ নভেম্বর রাজধানীর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রী কবির খান মারা যান। এর ঠিক একদিন আগেই ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় গুলিস্তানে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী মারা যায়।  

এমএসি/আরএইচ