প্রতিবন্ধীদের ন্যায় অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে প্রতিবন্ধীদের দক্ষতা অনুযায়ী কর্ম নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে প্রতিবন্ধীদের সরকারী ভাবে বাসস্থান নিশ্চিত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি চিকিৎসা নিশ্চিত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংসদে কথা বলার জন্য ১০টি আসন দেওয়া, সরকারী সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে সর্বনিম্ন ১০ হাজার টাকা দেওয়া, প্রতিবন্ধীদের জন্য সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে র‍্যাম সিঁড়ির ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাটারি চালিত গাড়ির অনুমোদন দেওয়া এবং প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন করা।

মানববন্ধনে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

এমএইচএন/আইএসএইচ