রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আয়াতুল (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় জীবন ঢাকা পোস্টকে বলেন, আয়াতুল পেশায় প্রাইভেটকার চালক। ডিউটি শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে আসলে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধাক্কা দেওয়ার পর প্রাইভেটকার নিয়ে চালক পালিয়ে যান। আয়াতুলের বাড়ি ময়মনসিংহ জেলার দুবাউরা থানার তারাকান্দা গ্রামে। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানাকে অবগত করা হয়েছে। 

এসএএ/এসকেডি