চট্টগ্রাম নগরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ (৫ ডিসেম্বর) সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে এই প্রথম কোনো স্কুলের শিক্ষার্থীরা টিকা পাচ্ছে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আজ শুধু সাইডার স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। স্কুলটির ১২ থেকে ১৭ বছর বয়সী সাড়ে ৩০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। বেলা তিনটা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। সাইডার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করে এই টিকাদানের উদ্যোগ নেয়।

তিনি বলেন, অন্যান্য স্কুলেও টিকা দেওয়ার সব প্রস্তুতি আছে আমাদের। মাধ্যমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য এখনও কোনো তালিকা পাইনি, কেন্দ্র নির্বাচন করা হয়নি। মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে জানালেই টিকা দেওয়া হবে।

টিকা পেয়ে উচ্ছ্বসিত সাইডার স্কুলের শিক্ষার্থীরা জানায়, টিকা নেওয়ার পর কোনো সমস্যা হয়নি।

কেএম/এমএইচএস