বগুড়া সমিতির সভাপতি হলেন কৃষিবিদ মোস্তাফিজুর রহমান
ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান। ২০২২-২৩ সালের জন্য তিনি এ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। ৩২ সদস্যের এ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এ কে এম আহসান হাবিব।
সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নিয়ে শস্যচিত্র গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। যার নকশা প্রণয়ন ও বাস্তবায়নে অর্থায়ন করেছেন কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এজন্য গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাকে গর্বিত অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছে।
বিজ্ঞাপন
পেশাজীবী সমিতির নেতা মোস্তাফিজুর রহমান একজন শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের সিআইপি (কর্মাশিয়াল ইম্পরট্যান্ট পার্সন)। ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ, ওয়ান ফার্মাসহ স্বনামধন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা তিনি।
ন্যাশনাল এগ্রিকেয়ার দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছে। ওয়ান ফার্মা তার উৎপাদিত জীবন রক্ষাকারী ওষুধের জন্য আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে মানুষের। দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান ও উন্নয়নে মোস্তাফিজুর রহমানের অবদান উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
আইএসএইচ