পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএ নেতা ফারুক হাসানকে গত ৯ জুন ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব জমা দিতে তাকে আরও ১৫ কর্মদিবস সময় দেওয়া হয়। তারপরও আসামি ফারুক হাসান কমিশনের নির্দেশ অনুযায়ী সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এদিকে, আসামি ফারুক হাসানের সরাসরি তদারকিতে আমেরিকা প্রবাসী বোন তামান্না বানুর নামে ধানমন্ডির ১২ নম্বর রোডে একটি অ্যাপার্টমেন্ট, উত্তরার ৬ নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্ট ও গুলশানে ৯ দশমিক ৮৬ কাঠা জমিতে ১০ তলা বিল্ডিং নির্মিত হয়েছে। 

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তামান্না বানু সপরিবারে আমেরিকাতে বসবাস করেন। দেশে আসেন না। উল্লিখিত সম্পদের মধ্যে দুদকের অনুসন্ধানে এক কোটি ৭০ লাখ ১৩ হাজার ৪৩০ টাকার সম্পদ ফারুক হাসান প্রবাসী বোন তামান্না বানুর নামে অবৈধ পন্থায় অর্জন করেছেন বলে প্রমাণিত হয়েছে। এ কারণে ফারুকের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরএম/আরএইচ