বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিক।

বুধবার (৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রীর দফতরে সাক্ষাতে আসেন বসনিয়ার রাষ্ট্রদূত সেনজিক। এ সময় শ্রমবাজার ইস্যুতে আলোচনা করেন মন্ত্রী ইমরান ও রাষ্ট্রদূত।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে মন্ত্রী-রাষ্ট্রদূত বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বসনিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী যে কোনো অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান উপস্থিত ছিলেন।

এনআই/এসএম