বস্তিবাসীরাও নিয়মিত পানির বিল দিচ্ছেন : ওয়াসা এমডি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, গুলশানে অনেকে আছেন যাদের মাসের পর মাস, বছরের পর বছর পানির বিল বকেয়া থাকে। অথচ নিম্নআয়ের মানুষ বা বস্তিবাসীরা নিয়মিত পানির বিল দিচ্ছেন। তাদের কোনো বিল বকেয়া নেই।
শনিবার (১১ ডিসেম্বর) কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ওয়াসা এমডি বলেন, আগে শহরের ১৫ থেকে ২০ শতাংশ বস্তির মানুষ পানির ব্যবস্থার বাইরে ছিল। আমরা যে দামে পানি দেই, অনেকে সে সময় এর চেয়ে পাঁচগুণ বেশি দামে অসাধুদের কাছ থেকে পানি নিতেন। তাই আমাদের পরিকল্পনা ছিল পুরো ঢাকায় পানির সঠিক ব্যবস্থা করা। নিম্নআয়ের মানুষের জন্য বৈধ পানির ব্যবস্থা করা। এখন আমরা তা করতে পেরেছি।
তিনি আরও বলেন, নিম্নআয়ের শতকরা প্রায় ১০০ শতাংশ মানুষ পানির বিল নিয়মিত দিচ্ছেন। তাদের কোনো বকেয়া বিল নেই। তাই তাদের আদর্শ গ্রাহক হিসেবে পরিগণিত করা হচ্ছে। তাদের ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পানির বৈধ সংযোগ ব্যবহার করে নিয়মিত বিল পরিশোধ করায় তেজগাঁওয়ের নিম্নআয়ের ২৫ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। নিম্নআয়ের কমিউনিটির গ্রাহকদের ‘পাবলিক ওয়াটার সার্ভিসের’ বৈধ সংযোগ ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ওয়াসা, ওয়াটারএইড, সাজেদা ফাউন্ডেশন ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এএসএস/জেডএস