বিজয় উৎসবে আজ থাকছে লোকগান ও জারিগান
ফাইল ছবি
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে চলছে ‘মুক্তিযুদ্ধের আদর্শে সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামের আট দিনের বিজয় উৎসব। আজ সোমবার উৎসবের পঞ্চম দিন।
উৎসবের আজকের আয়োজনে সম্প্রীতির লোকগান পরিবেশন করবে হালিম একাডেমি এবং জারিগান পরিবেশন করবে হেলাল বয়াতি ও তার দল। এ পরিবেশনাটি উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু মেরি ফ্রান্সিস ডানহামকে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শেষ হবে এই উৎসব।
বিজ্ঞাপন
গতকাল রোববার উৎসবের চতুর্থ দিনের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ঢাকা মহানগরীর ১২টি বেসরকারি পাঠাগার। আলোচনা, নাচ, গান, আবৃত্তি, প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্রের প্রদর্শনী, পথনাটকসহ নানা আয়োজনে মুখরিত থাকে উৎসব।
চতুর্থ দিন অংশগ্রহণকারী পাঠাগারগুলো হলো- গ্রন্থবিতান, সীমান্ত পাঠাগার, শহীদ বুদ্ধিজীবী পাঠাগার, শহীদ বাকী স্মৃতি পাঠাগার, দনিয়া পাঠাগার, বুকল্যান্ড লাইব্রেরি, অনির্বাণ পাঠাগার, শহীদ রুমি স্মৃতি পাঠাগার, তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরি, কামাল স্মৃতি পাঠাগার, জ্ঞানবীক্ষণ পাঠাগার ও উত্তরা পাবলিক লাইব্রেরি।
বিজ্ঞাপন
এনএফ