মো. মারুফ হোসেন অন্তিক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনার মামলার প্রধান আসামি মো. মারুফ হোসেন অন্তিককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মো. মারুফ হোসেন ওরফে অন্তিককে গ্রেফতার করেছে র‍্যাব। আশুলিয়া থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমএসি/ওএফ