পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় মেসার্স মধুরস সুইটস অ্যান্ড বেকারি ও রস লিমিটেডকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৪ এর মমতাজ প্লাজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়। 

বিএসটিআই জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ অভিযানে অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স মধুরস সুইটস অ্যান্ড বেকারি এবং রস লিমিটেডে চানাচুর, নিমক পাড়া, ঘি, ওভালটিন কুকিজ এবং লাচ্চা সেমাই ও ড্রাই কেক পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

এসআই/আইএসএইচ