স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রেডিসন ব্লু ঢাকার গ্র্যান্ড বল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্য বৈচিত্র্য ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও রফতানি বেড়েছে। বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিমের পাঠানো বার্তা শোনানো হয়। 

অনুষ্ঠানে বিএমসিসিআইর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিএমসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

জেডএস