স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে; সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন, বিকেল ৩টায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বিজয় দিবসের গানের অনুষ্ঠান ও আলোচনা সভা এবং র‌্যালি নিয়ে শিখা চিরন্তনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য খুশী কবির, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।

এএজে/এসকেডি