হাইকোর্টের গ্রেফতারি পরোয়ানার পর পিপলস লিজিংয়ের ১৪ ঋণখেলাপি ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে চারজন টাকা পরিশোধ করেছেন। এর মধ্যে শোভা ফুড ইন্টারন্যাশনাল, জেসন ফার্মাসিউটিক্যাল জেসন অ্যাগ্রো, জেসন ব্রিডাস ও জেসন অ্যাপারেল মোট ৩৩ লাখ টাকার পেঅর্ডার দিয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে পিপলস লিজিংয়ের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান এ তথ্য জানান।

পরে আদালত গ্রেফতারি পরোয়ানা থেকে তাদের নাম বাদ দেওয়ার আদেশ দেন।

এর আগে ৯ ডিসেম্বর নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় পিপলস লিজিংয়ের ১৪ ঋণখেলাপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি তাদের আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন আদালত।

ঋণখেলাপিদের মধ্যে নাম রয়েছে, নাহার ইন্টারন্যাশনালের ৩ জন, এস এস ফিলিং স্টেশনের, শোভা ফুড, জেসন ফার্মাসিউটিক্যালসের এমডি সহ ২ জন, জেসন অ্যাগ্রো, জেসন ব্রিডাস, জেসন অ্যাপারেল, সামির কাদের চৌধুরী, সামিহা কাদের চৌধুরী এবং সাজিয়া কাদের চৌধুরী।

এর আগে গত ২১ জুন প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে  ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন জানান। সে আবেদনের শুনানি নিয়ে গত ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

ওইদিন আদালতে আমানতকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল আলম। পিএলএফএসএলের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুইডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান।

আর্থিক প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ডে দায়িত্বপ্রাপ্ত দশ সদস্যের মধ্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন হাইকোর্ট। এছাড়াও সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.)  হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে বোর্ডের সদস্য নিযুক্ত করেন আদালত।

এমএইচডি/আইএসএইচ