ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

দুপুর আড়াইটায় ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মাকসুদের নেতৃত্বে একদল চিকিৎসক ময়নাতদন্তের জন্য মর্গে প্রবেশ করেন। ৩০ মিনিট পর তারা বেরিয়ে যান। এ সময় সাংবাদিকরা ফরেনসিক বিভাগের প্রধানের কাছে জানতে চাইলে তিনি কিছু না বলেই চলে যান।

নিহতের ছোট চাচা গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, কিছুক্ষণ আগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখনও গোসল করানো হয়নি। গোসল শেষে তার মরদেহ ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে। সেখানই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে তার স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের অনেক চিহ্ন পাওয়া যায়। পরিবারের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

এসএএ/আইএসএইচ