জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারের সামনে রোজ গার্ডেনের শুভ উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

আজ (বুধবার) সন্ধ্যায় তিনি বাগানটি উদ্বোধন করেন। 

এই বাগানে একশ ধরনের গোলাপ গাছ রয়েছে। রোপণ করা গোলাপ গাছের সংখ্যা এক হাজারের বেশি। 

সন্ধ্যায় স্পিকার রোজ গার্ডেন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী; জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, শামসুল হক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, বেগম খাদিজাতুল আনোয়ার, বেগম আদিবা আনজুম মিতা এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এইউএ/এইচকে