বিজয় দিবসে ঢামেকে রোগীদের জন্য বিশেষ খাবার
মহান বিজয় দিবস উপলক্ষে রোগীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। আগামীকাল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে রোগীদের এ খাবার পরিবেশন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও রোগীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। আগামীকাল (১৬ ডিসেম্বর) দুপুরে রোগীদের তা দেওয়া হবে। খাবারের মেন্যুতে থাকবে; পোলাও, মুরগির রোস্ট (কক), ডিমের কোরমা, মুরগির রেজালা (ব্রয়লার), লেবু ও আপেল।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, হাসপাতালে সকালে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে আলোচনা, জাতির জনক এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন