শপথ নিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশবাসীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। এ সময় দেশবাসীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শপথ গ্রহণ করেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই শপথ পাঠ করেন। বিকেল পৌনে ৫টায় এ শপথ অনুষ্ঠান হয়।
বিজ্ঞাপন
এনআই/এসকেডি