মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেফালীকে উদ্ধার করে আনা সিএনজি চালক শাহআলম ঢাকা পোস্টকে বলেন, কয়েকজন লোক আমাকে মালিবাগ রেলগেট এলাকা থেকে ওই নারীকে ঢামেক হাসপাতালে পৌঁছে দিতে বলেন। আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তাকে নিয়ে আসার সময় আরও একজন নারী ঢামেকে আসেন। তিনি জানিয়েছেন নিহতের নাম শেফালী বেগম। তার স্বামীর নাম লিয়াকত আলী। গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/আইএসএইচ