ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূতের সাক্ষাৎ
সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের দূতের সাক্ষাৎ
জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ডরুজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পগুলোর অতি ঘনবসতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন দূত টম অ্যান্ডরুজ।
এ সময় প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মিয়ানমার এই (রোহিঙ্গা) সমস্যা সৃষ্টি করেছে। তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এ সময় উপস্থিত ছিলেন।
এসএইচআর/এইচকে