আশুলিয়ায় চাঁদাবাজির সময় আটক ১০
আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ জরা হয়েছে। রোববার রাতে (১৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. মাসুদ রানা (৪০), ইকবাল হোসেন রতন (৪২), মো. বিপ্লব (৩০), মো. পান্নু হাওলদার (৩৪), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. আলম মোল্লা (৩৭), মো. আব্দুল্লাহ আল হেলাল (২০), মো. শাহাদত হোসেন (৩০) ও মো. সঞ্চয় (৩০)।
বিজ্ঞাপন
সোমবার (২০ ডিসেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা নবীনগর এলাকায় দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছিল। তারা নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন ১০০-২০০ টাকা চাঁদা আদায় করত। কোনো দোকানি চাঁদা দিতে না চাইলে আটকরা তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয় দেখাত। ভয়ে ও আতংকে দোকানিরা তাদের চাঁদা দিতে বাধ্য হতেন। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/এসকেডি