গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত ১২নং চর কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে আবার ভোটগ্রহণের দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. মিয়া কবির।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি ওই  নির্বাচনের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।

মিয়া কবির বলেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমার মার্কা ছিল মোটরসাইকেল। ওই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম মহাজন নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র থেকে প্রশাসনের সহযোগিতায় আমার এজেন্টদের মারধর করে বের করে দেন। জোর করে কেন্দ্র দখল করেন। আমার ওপরও হামলা করে। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিই।

তিনি বলেন, আমি ওই সময় নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো সহযোগিতা না পেয়ে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নির্বাচন বয়কটের ঘোষণা দেই। পরে আমি সাংবাদিকদের মাধ্যমে তা জানিয়ে দিই। প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি আবেদন করি যেন আমার নির্বাচনী এলাকার সুষ্ঠু তদন্ত না করা পর্যন্ত গেজেট প্রকাশ করা না হয় এবং পুনরায় নির্বাচনের দাবি করেছি।

কবির বলেন, আমি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করলেও তা খারিজ করে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে এবং আমার নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি চাই, সরকার আমার নিরাপত্তা নিশ্চিত করুক। একইসঙ্গে সরকারের কাছে এবং নির্বাচন কমিশনারের কাছে ওই ইউনিয়ন পরিষদে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রার্থীর মামা আরিফ হাওলাদার, বোন নাসরিন প্রমুখ।

এমএইচএন/এসএসএইচ