রপ্তানির আড়ালে আল মুসলিম গ্রুপের ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগে এনবিআরসহ বিভিন্ন ব্যাংকের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর ঢাকাপোস্টকে নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে জানা যায়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিভিন্ন সময় পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রায় সাত পৃষ্ঠার অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদকের উপপরিচালক এদিক বিল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ওই অভিযোগের দায়িত্বে রয়েছেন। টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আতাউল কবির ও বজলুর রশিদ।

আরএম/এনএফ