সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চলাচলকারী বিভিন্ন গণপরিবহনে অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে দুই সিটি করপোরেশন। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচ মামলায় ১৩ হাজার টাকা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। 

অভিযান বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলের মোহাম্মদপুর বসিলা চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রায় ১০০টি পরিবহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া একই অঞ্চলের সংসদ ভবন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের দুই মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় ও রুট পারমিট না থাকায় একটি গাড়ি ডাম্পিং করা হয়। এভাবে মোট পাঁচ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে পাঁচটি ফিটনেসবিহীন বাসসহ ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এএসএস/ওএফ