উত্তরায় মামলা, সাবেক মেয়র শাহানশাহকে থানায় হস্তান্তর
শাহনেওয়াজ শাহানশাহ
রাজধানীর উত্তরা ডি মেরিডিয়ান হোটেল থেকে গ্রেফতার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর ( ৪১) বিরুদ্ধে মামলা করেছে র্যাব-১। ডিএমপির উত্তরা পূর্ব থানায় র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ডিএমপির উত্তরা পূর্ব থানায় সাবেক মেয়র শাহানশাহর বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে র্যাব-১ বাদী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ রাতে মামলাটি দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঢাকা পোস্ট কে বলেন, বৃহস্পতিবার রাতে মামলা দায়ের শেষে আসামিকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে