পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। জুমবাংলা ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

ড. বেনজীর আহমেদ বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছেন৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শিকল ভেঙে সামনে এগিয়ে যাব।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়। 

জুম বাংলাদেশের সভাপতি রুহুল আমিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। এছাড়াও উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক মো. মনিরুজ্জামান, জুম বাংলাদেশ এর সহ-সভাপতি জেরিন সুলতানা ও এলাহী বেগম শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে জুম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী এসটি শাহীন।

উল্লেখ্য, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় ২০১৬ সালের ১১ মার্চ মাত্র ১৩ জন সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশু নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে ঢাকা ছয়টি ও ঢাকার বাহিরে গাইবান্ধা ও যশোরে একটি করে স্কুলসহ মোট ৮টি শাখার মাধ্যমে কাজ করে যাচ্ছে। 

জুম বাংলাদেশ স্কুলে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় দুই হাজারেরও বেশি ভলান্টিয়ার রয়েছে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপশি স্বেচ্ছায় শিশুদের পাঠদান, দেশের যেকোনো দুর্যোগে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে চলছে। করোনাকালীন ও বন্যার সময় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে সহযোগিতা করেছে সংগঠনটি।

এমএসি/আইএসএইচ