দুই পৌরসভার উপনির্বাচনে রিটার্নিং ও সহকারী কর্মকর্তা নিয়োগ
চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার রাঙ্গুনীয়া পৌরসভা ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার শূন্য পদে উপনির্বাচনের লক্ষ্যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে ইসি।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৫ অনুযায়ী নির্বাচন কমিশন সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের কাউন্সিলরের পদে নির্বাচন পরিচালনা করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০(৩) বিধি অনুরসরণপূর্বক আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার রাঙ্গুনীয়া পৌরসভার এক নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার এক নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন। এই দুই ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে হবে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার (পৌরসভা) বিধিমালা, ২০১০ এর বিধি ৫ অনুযায়ী নির্বাচন কমিশন বর্ণিত শূন্য পদে উপনির্বাচন পরিচালনার নিমিত্তে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন।
এসআর/জেডএস