টিকা নিতে লাইনে লোকজন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। যে কারণে টিকা দেওয়া শুরুর নির্ধারিত সময়ের আগেই লোকজন লাইন ধরছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর মিরপুরের পল্লবীর নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র-২ এ টিকা নিতে আসা লোকজনকে লাইন ধরতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, পুরুষদের লাইনে অন্তত ৩০ জন দাঁড়িয়ে। নারীদের লাইনে সেই সংখ্যা ২০ এরও বেশি। তারা প্রথমে তাদের টিকার কার্ডটি জমা দিচ্ছেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি তাতে সিল মেরে দিচ্ছেন।

টিকার প্রথম ডোজ নিতে আসা এখলাসুর নামে এক ব্যক্তি বলেন, সকালেই লাইন ধরেছি, টিকার কার্ড জমা দিয়েছি। 

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। 

জেডএস/আরএইচ