দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৩৭ জনে।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪৭২  জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮০ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি। সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ৯৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৩ হাজার ২৬৩টি।

মারা যাওয়াদের মধ্যে নয় জন পুরুষ এবং এক জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৯৯ জন বাকি এক হাজার ৯৭১ জন নারী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে এক জন করে তিন জন রয়েছেন। মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের দুই জন এবং ৪১ থেকে ৫০ বছরের এক জন।

১০ ফেব্রুয়ারির আগে স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ নয়
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন।

টিকায় ১-২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া
করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগের পর গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না গেলেও এক থেকে দুই শতাংশ টিকা গ্রহীতার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে টিকা নেওয়া ৫ জনের মধ্যে আমিও একজন। আমি শারিরীক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি।

রোববারের পরিস্থিতি
তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আট হাজার ১২৭ জনে। ওই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। সে সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয় পাঁচ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।

জেডএস