ইসিতে নতুন সচিবের যোগদান
সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার যোগদান করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ইসির সিনিয়র কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে ইসির সচিবের দায়িত্ব পালন করে আসা সদ্য সাবেক সিনিয়র সচিব মো. আলমগীরকে ওএসডি করা হয়েছে। বর্তমানে মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন তিনি।
বিজ্ঞাপন
ইসির নতুন সচিব এতদিন অতিরিক্ত সচিব হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। গত ২৬ জানুয়ারি তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসিতে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসআর/এইচকে
বিজ্ঞাপন