অবৈধ জাল অপসারণে অভিযান শুরু
প্রতীকী ছবি।
দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ অভিযান শুরু করেছে সরকার। ১৭টি জেলায় বেহুন্দী জাল, কারেন্টজালসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল প্রকার অবৈধ জাল অপসারণে ৩০ দিনব্যাপী বিশেষ এই অভিযান পরিচালনা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।
রোববার (২ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, জাটকা, সামুদ্রিক মাছের ডিম ও পোনা মাছ রক্ষায় গত ৩০ ডিসেম্বর থেকে থেকে শুরু হওয়া এই অভিযান চার ধাপে চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশেষ অভিযানের আওতাভুক্ত ১৭টি জেলা হচ্ছে- পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর, মাদারীপুর ও চাঁদপুর।
বিজ্ঞাপন
এসএইচআর/এইচকে