শীতবস্ত্র বিতরণ করল ‘এক বেলা আহার’
রাজধানীর মীরপুরে শরীফ শিক্ষা পরিবার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন।
স্কুলটির ১৬০ জন শিক্ষার্থীর মাঝে গত শনিবার (১ জানুয়ারি) শীতবস্ত্র ছাড়াও কলম-খাতা বিতরণ করা হয়। এ সময় এলাকার বিশিষ্টজন এবং এক বেলা আহার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শরীফ শিক্ষা পরিবার একটি মানবিক স্কুল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে অসচ্ছল পরিবারসহ, ছিন্নমূল শিশুদের বিনামূল্য পড়ানো হয়।
আয়োজনের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক বলেন, এই শীতে অনেক মানুষ গরম কাপড়ের অভাবে আছেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শরীফ বলেন, আমাদের শিক্ষার্থীরা নিম্ন আয়ের পরিবার থেকে এসেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন শীতের উপহার পেল। এটি খুবই আনন্দের।
মানবিক এ আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজের হেড অব ইনস্টিটিউট সেল মো. মাসুদ উদ্দিন, উত্তরা ব্যাংক সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার আবদুল্লাহ আল নোমান, এল.জি.আর.ডি সিনিয়র ইঞ্জিনিয়ার ফজলুর রহমান রুবেল, মো. যুবায়ের আতিক, মো. আকমাল হোসেন, মো. সজিব।
জেএস/এইচকে