রাজধানীর খিলগাঁও থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।  

যাদের আটক করা হয়েছে তারা হলেন- মো. রিফাত (২০), মো. দিপু (১৯), শান্ত সিদ্দিক (২২) এবং মো. পারভেজ (১৯)।

র‌্যাব-৩ এর একটি দল রোববার (২ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু, ৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

জেইউ/এনএফ