সংগৃহীত ছবি

দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় চার হাজার ২৫০ কোটি টাকা।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংক ও ইআরডির মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন ঋণ চুক্তিতে সই করেন। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক বর্ধন কর্মসূচির প্রথম ধাপে প্রকল্পটির মাধ্যমে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তা চারলেনে উন্নীত করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৬০০ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসন করা হবে। যা গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন হলে কৃষকরা কম সময়ের মাধ্যমে তাদের কৃষিপণ্য সহজে পরিবহন করতে পারবে। চারলেন হয়ে গেলে এ অঞ্চলের অর্থনৈতিক করিডোরে মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এটি বাংলাদেশকে বাণিজ্য, ট্রানজিট এবং লজিস্টিকের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি বলেন, চারলেন হওয়ার পরে যেন সড়ক দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনা না ঘটে, সেজন্য একটি ধীরগতির লেনও চালু করা হবে। যেটা হালকা যানবাহনের পাশাপাশি পথচারীরাও ব্যবহার করতে পারবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এ প্রকল্পটি পরিবহন নেটওয়ার্ক উন্নতি করতে সহায়তা করবে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে পরিবহনের যাতায়াতের উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।

এসআর/এমএইচএস