সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উৎসবের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান।

উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হচ্ছে সেলিম খান পরিচালিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে ৬ জানুয়ারি। সেদিন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সুবর্ণজয়ন্তী স্মরণে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।
 
এএজে/আরএইচ