ড্রাইভিং প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) বিনামূল্যে ২৯টি পুরোনো গাড়ি দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) গাড়িগুলোকে হস্তান্তর করে সরকারি যানবাহন অধিদফতর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এজন্য এক অনুষ্ঠানে বিআরটিসির কাছে পুরোনো প্রাইভেটকার ও জিপ গাড়িগুলো হস্তান্তর ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মো. মিজানুর রহমান ও বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গাড়িগুলোর চাবি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের হাতে তুলে দেন।

পিএসডি/ইএসএইচ