পচনশীল দ্রব্য রফতানি করতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র নির্মিত দুইটি আধুনিক এক্সরে মেশিন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) মেশিন দুটি উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি জানান, বিদেশে বাংলাদেশের সবজি, মাছ, কাঁকড়া, ফুল, ফলসহ অন্যান্য পচনশীল দ্রব্যের ক্রমবর্ধমান চাহিদাকে প্রাধান্য দিয়ে মেশিন দুটি শুধুমাত্র পচনশীল রফতানিযোগ্য কার্গোর স্ক্যানিংয়ে ব্যবহৃত হবে। এতে দেশীয় কৃষিজাত পণ্য বিশ্ববাজারে আরও কম সময়ে ও অধিক পরিমাণে অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং দেশীয় কৃষকদের রফতানিমুখী চাষাবাদে আগ্রহ বাড়বে।

তিনি আরও জানান, সোমবার চালু করে মেশিন দুটি এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।

মেশিন দুটি উদ্বোধনের ফলে সবজি, মাছ, কাঁকড়া, ফুল, ফলসহ অন্যান্য পচনশীল দ্রব্য আগের থেকে আরও দেড় গুণ বেশি পরিমাণে আকাশপথে বিদেশে রফতানি করতে পারবে বাংলাদেশ। এছাড়া কৃষিজাত পণ্য বিমানবন্দরে পচে নষ্ট হওয়ার সমস্যার নিরসন হলো সম্পূর্ণরূপে।

এসএসএইচ