ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনের জন্য ৯০০ পিস ক্রোকারিজ সামগ্রী দিয়েছে বাংলাদেশ সিরামিকস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সংগঠনের ক্যান্টিনে ডিআরইউয়ের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের কাছে ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর করেন বিসিএমইএয়ের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা।

ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিআরইউর সঙ্গে বিসিএমইএর পথচলা শুরু হলো। ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বিসিএমইএ। 

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দফতর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য- হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান ও সংগঠনের সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএমইএয়ের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন ও নির্বাহী সচিব জাহেদী হাসান চৌধূরী। অনুষ্ঠানে ডিআরইউকে ক্রোকারিজ সামগ্রী দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে বিসিএমইএকে ধন্যবাদ জানানো হয়।

আইএসএইচ