করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার, বিশেষ করে ওমিক্রন ভেরিয়েন্টের দ্রুত সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (৭ জানুয়ারি) থেকে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কনস্যুলার সেবার জন্য সশরীরে উপস্থিতি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কনস্যুলার সেবা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের পুনরায় সংক্রমণ বিস্তার বিশেষত- ওমিক্রন ভেরিয়েন্টের দ্রুত সংক্রমণ প্রতিরোধে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ৭ জানুয়ারি হতে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কনস্যুলার সেবার জন্য সশরীরে উপস্থিতি সাময়িকভাবে স্থগিত করা হলো। 

তবে যথারীতি ডাক যোগে এবং শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কনস্যুলেটে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা নেওয়া যাবে। যথারীতি কনস্যুলেটের ওয়েবসাইটে (www.bdcgny.org) সংশ্লিষ্ট সেবা মডিউলে ক্লিক করে নির্দিষ্ট সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

এনআই/আইএসএইচ